মধ্যনগরে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৭ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার দাতিয়াপাড়া এলাকায় নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদুর রহমানের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যপক সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন