1. newsjibon@gmail.com : adminsp :
ব্রিজ নির্মাণে অনিম বন্ধে ছাতক দোয়ারাবাজারবাসীর মানববন্ধন - সুনামগঞ্জ প্রতিদিন
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

ব্রিজ নির্মাণে অনিম বন্ধে ছাতক দোয়ারাবাজারবাসীর মানববন্ধন

প্রতিদিন প্রতিবেদক
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত
Spread the love

সুনামগঞ্জের শিল্প নগরী ছাতক ও দোয়ারাবাজার উপজেলাধীন জোড়াপানি-নরসিংপুর সড়কের সিঙ্গেরকাছ এলাকায় ব্রিজ-কালভার্ট নির্মাণে অনিয়মে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জোড়াপানি- নরসিংপুর সড়কের সিঙ্গেরকাছ এলাকার ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্ভোগের শিকার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কয়েক হাজার মানুষ। দীর্ঘ প্রতিক্ষার পর নতুন ব্রিজের কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব কন্ট্রাক্টর ছাতকের সাবেক পৌর কমিশনার সালেক আহমদ নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্রিজের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এলজিইডি’র ছাতক উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদ সরাসরি ওই অনিয়মে জড়িত থাকায় একাধিকবার জানালেও এবিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মানববন্ধনে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আয়াজুর রহমান, ছাতকের নোয়ারাই ইউপি সদস্য মছব্বির আলী, মতক্কিন খাঁন, তাজির মিয়া, নরসিংপুর সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি আলী আকবর, আজির মিয়া, তাজির মিয়া মুহরি, আব্দুল করিম চন্দন, মস্তাব আলী, আছমান আলী, আব্দুন নুর, আবিদ রনি, তোফায়েল খাঁন বিপন, জামাল উদ্দিন, ফখর উদ্দিন, খসরু মিয়া প্রমুখ। বক্তারা আরও বলেন, কথিত চলমান ব্রিজে পুরাতন রড ব্যবহার, মিক্সার মেশিন ছাড়াই ঢালাই কাজ, নতুন বেইজ না দিয়ে পুরাতন ব্রিজের বেইজের উপরে কাজ, নির্ধারিত রডের পরিবর্তে নিম্নমানের রড দিয়ে চলছে নির্মাণকাজ। বরাদ্দ মোতাবেক উন্নতমানের নির্মাণসামগ্রী দ্বারা ব্রিজের কাজ সম্পন্ন করার দাবি জানান বক্তারা। এছাড়াও সাময়িক চলাচলের জন্য মাটি ভরাট করে ক্ষুদ্র পরিসরে যে বিকল্প বাঁধ দেওয়া হয়েছে তাতে সিএনজি, ব্যাটারী চালিত অটো রিকশাসহ ছোটখাটো যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন ছাতকের নোয়ারাই ও দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের ক্ষুদে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ। অভিযোগের বিষয়টি মিথ্যা দাবি করে ছাতকের উপজেলা প্রকৌশলী সাব্বির আহমদ বলেন, ইস্টিমেট অনুযায়ী রড ব্যবহার করা হচ্ছে। বেইজ আমার নিজ হাতে দিয়েছি। তবুও আগামিকাল সরেজমিনে গিয়ে বিষয়টি দেখব। এদিকে, অভিযোগের বিষয়ে এলজিইডি’র সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, একাধিক অভিযোগের ভিত্তিতে মিক্সার মেশিন ছাড়াই ঢালাই কাজের সত্যতা পাওয়া গেছে। পুরাতন রড, নিম্নমানের রড, বেইজ ঢালাই ছাড়া ব্রিজ নির্মানের বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!