1. newsjibon@gmail.com : adminsp :
বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় প্রধান নদ-নদী সমূহে পানি বৃদ্ধি পাচ্ছে - সুনামগঞ্জ প্রতিদিন
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় প্রধান নদ-নদী সমূহে পানি বৃদ্ধি পাচ্ছে

  • সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৪০ বার পঠিত
Spread the love

 

বিশেষ প্রতিনিধি: ভারতের মেঘালয় অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের প্রধান নদী সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে ছাতক পয়েন্ট দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ সোমবার (১৯ জুন) সুরমা নদীর সুনামগঞ্জ ছাতক উপজেলার পয়েন্টে দিয়ে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে সুরমা, যাদুকাটা, রক্তি নদীর পানি বাড়লেও এখনো তা বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সকালে ছাতক পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল।
এদিকে, সুনামগঞ্জের সীমান্তবর্তী নিম্নাঞ্চলে এরইমধ্যে ঢলের পানি ঢোকায় ও গ্রামীন রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ওইসব অঞ্চলের মানুষ। নিম্নাঞ্চলের বাসিন্দারা জানান, বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা লতিফ মিয়া বলেন, বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় আমরা খুব আতঙ্কে আছি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা সুনামগঞ্জে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

 


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!