সুনামগঞ্জেবিশ^ দুগ্ধ দিবসপালিতহয়েছে। গত ১ জুন ২০২৪ইং ছিলবিশ^ দুগ্ধ দিবস। দিবসটিপালনউপলক্ষেসুনামগঞ্জ জেলাপ্রশাসন ও জেলাপ্রাণিসম্পদ দপ্তর যৌথভাবেবিভিন্নকর্মসূচীরআয়োজনকরে। কর্মসূচিরমধ্যে ছিলআলোচনাসভা, র্যালি ও শিক্ষার্থীদের মাঝে দুগ্ধ পান। জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্টানের আয়োজন করা হয়। এ উপলক্ষেআয়োজিতআলোচনাসভায়সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীমহোদয়ের পক্ষে অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম। ভার্চুয়ালিএ যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক। স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মো: রফিকুল ইসলাম। সব শেষে শিশুদের মধ্যে দুগ্ধ পান করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন