বিশ্বম্ভরপুর উপজেলার বন্যা কবলিত দুটি আশ্রয় কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (০৩ জুলাই) সকাল থেকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সুমন চন্দ্র্র বর্মনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন। ডাঃ সুমন চন্দ্র বর্মন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি মেডিকেল টিম বন্যাকবলিত ফতেপুর ইউনিয়নের রঙ্গিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র এবং পলাশ ইউনিয়নের পলাশ মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে বন্যাদুর্গতদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও জরুরী ঔষধ বিতরণ করা হয়েছে। আমাদের কার্যক্রম চলমান রয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন