সুনামগঞ্জে বিশেষ ওএমএস কর্মসুচির চাল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুন) দুপুরে বিশেষ ওএমএস কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল ইসলাম ভুঞা,সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মসফিকুর রহমান,মল্লিকপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল আহাদ ও ডিলার কে.বি মুর্শেদ জাহাঙ্গীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের ফলে বন্যা পরিস্থিতির আশংকা দেখা দেওয়ায় সুনামগঞ্জের অতি দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে বিশেষ ওএমএস এর আওতায় সুনামগঞ্জ জেলায় ৪ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ওএমএস কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রমের আওতায় সুনামগঞ্জ জেলা শহরে ৫টি, সুনামগঞ্জ সদর উপজেলায় ৩টি, ছাতক উপজেলায় ৩টি, দিরাই উপজেলা ৩টি, শান্তিগঞ্জ উপজেলায় ২টি, দোয়ারাবাজার উপজেলায় ২টি, জামালগঞ্জ উপজেলায় ২টি, তাহিরপুর উপজেলায় ২টি এবং শাল্লা উপজেলায় ২টি অর্থাৎ জেলায় মোট ২৪টি কেন্দ্রের প্রতিটিতে দৈনিক ১.০০০ মেঃ টন করে মোট ২৪.০০০ মেঃ টন চাল বিতরণ করা হবে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা হারে একজন ভোক্তা দৈনিক সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন