1. newsjibon@gmail.com : adminsp :
বিদ্যুৎ অফিসের সামনে সুনামগঞ্জ বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান - সুনামগঞ্জ প্রতিদিন
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ অপরাহ্ন

বিদ্যুৎ অফিসের সামনে সুনামগঞ্জ বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

  • বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৪৫ বার পঠিত
Spread the love

প্রতিদিন প্রতিবেদক: সারাদেশে লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেল বিএনপি। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাস-স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্টপয়েন্টে অবস্থিত বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয়। বিদ্যুৎ অফিসের গেটে সকল নেতাকর্মীরা ঢুকতে গেলে পুলিশ বাঁধা দেয়। এসময় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিদ্যুৎ অফিসের সামনে সমাবেশ করে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে স্বারকলিপি প্রদানের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এসময় বক্তারা বলেন, এই সরকার লুটপাটের সরকার। লুটপাট করে দেশকে দেউলিয়া করে ফেলেছে। সারা বাংলাদেশের মানুষকে দিশেহারা বানিয়ে দিছে। বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে যারা বিদেশে পাঠিয়েছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড.মল্লিক মঈন উদ্দিন সুহেল, আকবর আলী, নাদির আহমদ, সেলিম উদ্দিন, এ্যাড. শেরেনুর আলী, আনিসুল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত, যুগ্ম সম্পাদক – নাছিম উদ্দিন লালা, এ্যাড,জিয়াউর রহিম শাহিন, জেলা কমিটির উপদেষ্টা আব্দুল সাত্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম,আব্দুর রহিম, জেলা বিএনপি নেতা হাজী আকুল আলী, শফিকুল ইসলাম শফিক,আশিকুর রহমান,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড, মামুনুর রশীদ কয়েছ, যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হুসেন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: আইটি ঘর

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!