শান্তিগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (০৩ নভেম্বর) সকালে আনছার উদ্দিনের সিলেটের বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। গত রোববার হরতাল চলাকালে নাশকতার অভিযোগ এনে শান্তিগঞ্জ থানার এসআই সুব্রত কুমার দাসের দায়ের করা এক মামলায় আনছার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শেষে বিএনপির এই নেতাকে শান্তিগঞ্জ থানায় সুপর্দ করা হয়েছে।
আনছার উদ্দিনের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, র্যাবের সহযোগীতায় তাকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: আইটি ঘর