1. newsjibon@gmail.com : adminsp :
বাড়ছে ডেঙ্গু ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ৯২৬ জন - সুনামগঞ্জ প্রতিদিন
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১১:২০ অপরাহ্ন

বাড়ছে ডেঙ্গু ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ৯২৬ জন

প্রতিদিন ডেস্ক
  • সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭ বার পঠিত
Spread the love

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা ১৩১ জনে পৌঁছেছে। এসময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৬ জন। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে গত শুক্রবার সকাল ৮টা থেকে গত শনিবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯৬, ঢাকা উত্তর সিটিতে ১৭২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৪, খুলনা বিভাগে ১০১ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৪৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৪ জন। এদিকে গত এক দিনে সারাদেশে ৮০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৮১ জন।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!