1. newsjibon@gmail.com : adminsp :
বর্তমান সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে-মিজানুর রহমান চৌধুরী - সুনামগঞ্জ প্রতিদিন
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

বর্তমান সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে-মিজানুর রহমান চৌধুরী

  • সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৭২ বার পঠিত
Spread the love

দোয়ারাবাজার প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বর্তমান সরকার একটি লুটপাটকারী সরকার। এ সরকার গরিব মারা সরকার। তারা জনগণের টাকা লুটেপুটে খাচ্ছে। এ সরকারের অধীনে সাধারণ মানুষ আজ বেশি নির্যাতিত। লাগামহীন নিত্য প্রয়োজন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিনযাপন করছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষের নেই বাক স্বাধীনতা, নেই গণতন্ত্র, ফ্যাসিস্ট কায়দায় এই সরকার দেশ চালাচ্ছে। দীর্ঘ এক যুগের অধিক সময় এই দেশের মানুষ কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয় না। দিনের ভোট রাতে হয়।
তিনি সোমবার (২৯ মে) বিকেলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজার, বালিউরা বাজার ও ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের চৌমুহনী বাজারে গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা নুর আলী ইমরান এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন
দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, আহবায়ক কমিটির সদস্য এইচ এম কামাল, তাইবুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, বিএনপি নেতা লয়লুছ খাঁন, ওলিউর রহমান, করম আলী, ইউসুফ মিয়া, ফয়জুল, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ মিয়া, ছাতক পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার, মনসুর, নুরুল আমিন প্রমুখ।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!