1. newsjibon@gmail.com : adminsp :
‘ফলশূন্য’ সুনামগঞ্জ শহর - সুনামগঞ্জ প্রতিদিন
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

‘ফলশূন্য’ সুনামগঞ্জ শহর

প্রতিদিন প্রতিবেদক
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২ বার পঠিত
Spread the love

ফল বাজার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ি ও প্রশাসনের মধ্যকার দ্বন্দ্বে একযোগে ফল বিক্রি বন্ধ করে দিয়েছেন সুনামগঞ্জে শহরে অবস্থানরত ফল ব্যবসায়িরা। প্রশাসনের নির্দেশনায় দোকানপাঠ উচ্চেদ করে মামলা আতঙ্ক সময় পার করছেন ব্যবসায়িরা। টানা ৪ দিন ধরে সুনামগঞ্জ শহর ফল শূন্য থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। জানা যায়, সম্প্রতি উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় পুলিশসহ শহরের ডিএস রোড এলাকার দুইপাশের ফুটপাতের উপর নির্মিত ফল বাজার উচ্ছেদে পরিচলনা করেন জেলা প্রশাসনের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে। এসময় ফল ব্যবসায়িরা সংশ্লিষ্টদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পরিবেশ উতপ্ত হলে ব্যবসায়িদের তোপের মুখে ঘটনাস্থল থেকে সরে যায় উচ্ছেদকারী দল। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। এরপর থেকে দোকানপাট উচ্ছেদ করেন স্থানীয় ব্যবসায়িরা। ফল ব্যবসায়িদের অভিযোগ উচ্ছেদের নামে সংশ্লিষ্ট প্রশাসন তাদের সাথে প্রহসন করছেন। বিকল্প স্থান নির্ধারণ না করে উচ্ছেদ নির্দেশনা দেয়াকে অমানবিক বলছেন তারা। স্থায়ি পুর্নবাসন না হওয়া পর্যন্ত ফল বিক্রি বন্ধ ঘোষণা ব্যবসায়ি নেতৃবৃন্দের। সুনামগঞ্জ ফল ব্যবসায়ি সমিতির সাবেক সাধারণ সম্পাদক জেনি আহমদ বলেন, মামলা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়িরা। কোথায় দোকান নিয়ে বসবো। স্থায়ি পুর্নবাসন না হলে ফল বিক্রি করা যাবে না। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, সেদিনের ঘটনায় কোনো মামলা হয়নি। ফল বাজারের বিকল্প স্থান নিয়ে আমাদের উর্ধতন কর্তৃপক্ষের কথা হচ্ছে। আশা করছি বিষয়টির সমাধান হবে।

 


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!