সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক পরিচালিত পৌর প্রাথমিক বিদ্যালয় সমূহে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুর” হয়েছে। গত ০৪ তারিখ রোজ সোমবার ১ নং ওয়ার্ডের নবীনগর মহল্লায় হাজী আবিদ উল্লাহ পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচীর সূচনা করা হয়। বুধবার (৬ মার্চ) মোহাম্মদপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ে ও ৯ নং ওয়ার্ডের জলিলপুর মহল্লায় জলিলপুর একরাম উদ্দিন খাঁ ও আব্দুল আজিজ খাঁ পৌর প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৭ তারিখ রোজ বৃহস্পতিবার ৪ নং ওয়ার্ডের উত্তর আরপিন নগর মহল্লায় বীর মুক্তিযোদ্ধা মনোয়ার বখত নেক আরপিন নগর পৌর প্রাথমিক বিদ্যালয় ও ৮ নং ওয়ার্ডের বড়পাড়া মহল্লায় বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে জলিলপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যদের উপ¯ি’তিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম আহমেদ, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ও বিদ্যালয়ের সহ-সভাপতি সৈয়দা জাহানারা বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সামনিা চৌধুরী মনি, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ এর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, স্বে”ছাসেবী সং¯’া আরডিএসএ’র নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার, অভিভাবক প্রতিনিধি রিয়াজ উদ্দিন, অভিভাবক প্রতিনিধি আকলিমা আক্তার সুলতানা, তর”ন সমাজসেবক আব্দুল মতিন, সহকারী শিক্ষকবৃন্দ সহ এলাকার প্রবীন ব্যক্তিবর্গ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটি পৌর বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মাধ্যমে পৌরসভায় কর্মরত সমাজ উন্নয়ন কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক (পানি শাখা) মোঃ নিজাম উদ্দিন এর পরিকল্পনা, স্বে”ছাসেবী সং¯’া র”রাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) এর সহযোগিতায় এবং মেয়র নাদের বখত এর পৃষ্ঠপোষকতায় পৌর বিদ্যালয়ে এই প্রথম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পৌর বিদ্যালয়ে পড়–য়া সকল শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি স্কাউট, শরীরচর্চা সহ নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য বিদ্যালয়ের সহযোগী প্রতিষ্ঠান আরডিএসএ, সুনামগঞ্জ কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে অবহিত করেন।- প্রেস বিজ্ঞপ্তি
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন