সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক পরিচালিত পৌর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষকবৃন্দের নিকট শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন নীতিমালা, বার্ষিক পাঠ পরিকল্পনাসহ আনুষাঙ্গিক কাগজপত্রাদি সকল শিক্ষকবৃন্দের উপস্থিতিতে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত বিতরণ করেন। সুনামগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে সকাল ১১.৩০ মিনিটের সময় সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) এর সহযোগিতায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, কালী কৃষ্ণ পাল। সমাজ উন্নয়ন কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক (পানি শাখা) মোঃ নিজাম উদ্দিন। হিসাব রক্ষণ কর্মকর্তা, সন্তোষ কুমার দাস। জেলার বিশিষ্ট কন্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত বিচারক আফতাব উদ্দিন। স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ, সুনামগঞ্জ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জলিলপুর একরাম উদ্দিন খাঁ ও আব্দুল আজিজ খাঁ পৌর প্রাথমিক বিদ্যালয়। বীরমুক্তিযোদ্ধা মনোয়ার বখ্ত নেক আরপিন নগর পৌর প্রাথমিক বিদ্যালয়। বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয়। নবীনগর হাজী আবিদ উল্লাহ পৌর প্রাথমিক বিদ্যালয়। মোহাম্মদপুর পৌর প্রাথমিক বিদ্যালয়। আদর্শ শিশু শিক্ষা নিকেতন এ কর্মরত সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ও জেলার আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষে পৌর মেয়র নাদের বখ্ত বিদ্যালয় গুলির সার্বিক উন্নয়নে সহযোগিতা বর্তমানের ন্যয় ভবিষ্যতেও করে যাবেন বলে আশ^াস প্রদান করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন