সুনামগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মনমতেচর গ্রামের বজলুল হক নিহতের ঘটনায় ঘাতক সিএনজি অটোরিকশা চালককে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী।
বৃহস্পতিবার বিকাল ৬ টায় নিহত বজলুলের দাফন শেষে দুর্ঘটনা স্থল সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কে এই মানববন্ধন করে হোসেনপুর ও মনমতেচর গ্রামবাসী। বিক্ষুব্ধ গ্রামবাসী সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করায় প্রায় আধাঘন্টা বন্ধ ছিল যান চলাচল। মানববন্ধনে বক্তারা জানান, গত রবিবার ভোর ৬ টার দিকে সুনামগঞ্জ-জামালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হোসেনপুর এলাকায় সড়কে দাড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে সিএনজি অটোরিকশা এসে ধাক্কা দেয় বজলুলকে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট হাসপাতালে নিলে ৪ দিন আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মারা যান বজলুল। তারা বলেন, ঘাতক চালক ড্রাইভিং লাইসেন্স ছাড়াই সড়কে গাড়ি চালাচ্ছিল। অপ্রাপ্তবয়স্ক লাইসেন্স বিহীন এই কিশোর চালকের হাতে যারা গাড়ি তুলে দিয়েছে তারাও অপরাধী। ঘাতক চালক সহ জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা মো এরশাদ, মাও রফিকুল ইসলাম আলাল, জোনাব আলী, জেলা স্বেচ্ছাসেবক পার্টি যুগ্ম আহবায়ক আলী হোসেন, মো আব্দুল কাইয়ুম, স্বাস্থ্যকর্মী হূমায়ন ফারুক আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী দেবেন্দ্র দাস, শামীম আহমদ সহ হোসেনপুর ও মনমতেরচর গ্রামবাসি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন