দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মোশারফ ফরাজী এ দায়িত্বভার হস্তান্তর করেন।
সোমবার (২০ ফেব্রুয়ারী) এ উপলক্ষে টেংরাবাজার অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশীদ দায়িত্ব গ্রহণ করেন। পরে ইউনিয়ন চেয়ারম্যান কার্যালয়ে বরণ ও বিদায অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের সচিব সামছুল আলম,ইউপি সদস্য আহসান উদ্দিন, হাছন আলী, আব্দুর রউফ,শাহজাহান মিয়া,আব্দুল হামিদ,জামাল উদ্দিন প্রমুখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন