ধর্মপাশা উপজেলায় ২০একরের উর্ধ্বে ও ২০, একরের নীচে ইজারা হওয়া সবকটি জলমহালের সীমানা নির্ধারণের দাবিতে উপজেলার সদর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জয়শ্রী ইউনিয়ন মৎস্যজীবি সম্প্রদায়ের ব্যানারে গতকাল বুধবার বেলা ১২টার দিকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা সদরের পূর্ব বাজার থেকে বের হয়ে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ। পরে জেলেদের পক্ষ থেকে জলমহালগুলোর সীমানা নির্ধারণের দাবি জানিয়ে ইউএনওর কাছে লিখিত ভাবে আবেদন করা হয়। বিক্ষোভ মিছিলে জেলেসহ বিভিন্ন শ্রেণিপেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়। ইউএনও মেহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, জলমহালের সীমানা নির্ধারণ করা নিয়ে জেলেদের পক্ষ থেকে একটি আবেদন পেয়েছি। ইজারাদার, স্থানীয় জেলে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জলমহালগুলোর সীমানা নির্ধারণ করে দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব দেওয়া হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন