ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় হিট স্ট্রোকে নাম রোকন মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার আহমদপুরের পশ্চিমের বন্দ হাওরে ওই কৃষক মারা যান।
সেলবরষ ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য শাহীনুর মিয়া জানান, বিকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন কৃষক রোকন মিয়া। কিছুক্ষণ পর তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে ক্ষেতেই অচেতন হয়ে যান। অনেক ক্ষণ পড়ে থাকার পর হাওরে ধান কাটতে আসা কৃষকরা তাকে উদ্ধার করে বেলা তিনটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রঞ্জন কৃষ্ণ চাকলাদার বলেন, হাসপাতালে আনার আগেই রোকন মিয়া হিট স্ট্রোকে মারা গেছেন। তার মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন