1. newsjibon@gmail.com : adminsp :
দোয়ারাবাজার সীমান্তে মহিষের চালানসহ মশলা ও প্রসাধনী সামগ্রী জব্ধ - সুনামগঞ্জ প্রতিদিন
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

দোয়ারাবাজার সীমান্তে মহিষের চালানসহ মশলা ও প্রসাধনী সামগ্রী জব্ধ

প্রতিদিন প্রতিবেদক
  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩ বার পঠিত
Spread the love

দোয়ারাবাজার সীমান্তে মহিষের চালানসহ বিপুল পরিমাণ মশলা ও প্রসাধনী সামগ্রী জব্ধ করেছে বিজিবি। গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১২৩৫/৪ এস হতে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ কলাউড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে ১৬টি মহিষ, ২১৯ পিস ভারতীয় লাক্স সাবান, ৪২ কেজি ভারতীয় জিরা, ৩৯ বোতল ভারতীয় অলিভ অয়েল, ৪৩ পিস ভারতীয় জনসন বেবি লোশন ও ১৪৪ কেজি ভারতীয় পুসকা জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মহিষের চালান ও মশলা ও প্রসাধনী সামগ্রী রেখে পালিয়ে যায়। যার আনুমানিক বাজার মুল্য ২৫ লাখ ৮ হাজার ৯শ’ ১০ টাকা। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালান রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। মহিষ, মশলা ও প্রসাধনী সামগ্রী ৪৮ বিজিবির বাংলাবাজার বিওপির জিম্মায় রাখা হয়েছে।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!