1. newsjibon@gmail.com : adminsp :
দোয়ারাবাজারে সুরমা ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ - সুনামগঞ্জ প্রতিদিন
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে সুরমা ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ

  • রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৫ বার পঠিত
Spread the love

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে। রবিবার(২৫ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত উক্ত ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়।
পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন- অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ। এসময় উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার বাবুল রায়সহ সকল ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডে ৭০১ জন কার্ডধারীদের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়।বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি উপকার ভোগীরা।

সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, টিসিবির পণ্য পেয়ে উপকার ভোগী মানুষ অনেক উপকৃত হচ্ছে। বর্তমান সরকার জন বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভর্তুকি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর ব্যবস্থা করছেন এবং তিনি গরীব ও মেহনতী মানুষের সাথে সুখে দুঃখে আছেন এবং থাকবেন।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: আইটি ঘর

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!