দোয়ারাবাজারে জাম্বুরা গাছের মগডাল থেকে মো: সোহাগ মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (১৬ সেপ্টেম্বর ) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাও গ্রামে নিজ বাড়ীর আাঙ্গিনায় জাম্বুরা গাছের ডালে ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ যুবকটির লাশ উদ্ধার করে। নিহত মো: সোহাগ মিয়া (২৫) উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাও গ্রামের মোঃ ওয়াহিদ আলীর ছেলে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার কারণ জানতে পারেনি আত্মহণনকারী মো: সোহাগ মিয়ার পরিবার। পুলিশ জানিয়েছে লাশের ময়নাতদন্তের পর জানা যাবে তার মৃত্যুর কারণ। দোয়ারাবাজার থানার অফিসার ইনচাজর্ (ওসি) বদরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মো: সোহাগ মিয়া (২৫) নামের ওই যুবক ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালে ঝুলছে। গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে নিহতের কারণ জানা যাবে বলে জানালেন পুলিশের এ কর্মকর্তা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন