দোয়ারাবাজার ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে গতকাল শনিবার সকালে উপজেলা ভূমি অফিস চত্তর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিন শেষে ভূমি অফিসে গিয়ে শেষ হয়। পরে ভূমি অফিস হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহেরু নিগার তনুর সভাপতিত্বে ভুমি সেবা সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেটেলমেন্ট অফিসার মো.ফরিদ উদ্দিন, প্রধান সহকারী দিগেস চন্দ্র দাস, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শিব্বীর আহমদ, মো. মহসিন আলী, ভূমি অফিস পেশকার প্রসেনজিত, নাজির মাহফুজুুর রহমান, প্রেসক্লাবে সহসভাপতি সাংবাদিক আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মো.আশিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ আরও অনেকে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন , সারা দেশের ন্যায় দোয়ারাবাজারে ও ভুমি সেবা সপ্তাহ পালন করা হয়ে হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন