দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে অবৈধ ভাবে ভারত থেকে আনা চোরাই চিনির চালান আটক করা হয়েছে। গতকাল শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকার রফিকুল ইসলাম রফু’র বাড়ীতে চলাচলের কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো দক্ষিন ক্যাম্পেরঘাট গ্রামের মৃত আব্দুল আলী মুন্সির ছেলে মোঃ হারুন অর রশিদ (৩২), একই গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে আরছব আলী (২২), বাঘমারা গ্রামের আব্দুল হামিদেও ছেলে মোঃ আব্দুন নুর (২৩) ও দক্ষিন ক্যাম্পেরঘাটের মোঃ মাহাতাব মিয়ার ছেলে মোঃ হৃদয় মিয়া (২০)কে আটক করা হয়। আসামীদের দখলে থাকা শূল্ক ফাঁকি দিয়া চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আমদানী করা ৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বর্তমান বাজার মুল্য ২ লাখ ১০হাজার টাকা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) বদরুল হাসান বলেন অবৈধ চিনি আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন