ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি’র নিরাপত্তা জোরদার এবং তাঁকে হত্যার হুমকি দাতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার (৩ জুলাই) বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী পয়েন্টে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আ’লীগ নেতা অসিত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, ইউপি সদস্য আব্দুল মছব্বির আলম, শফিলুল ইসলাম শফিক, মুর্তুজ আলী ভান্ডারী, প্রবীণ সাংবাদিক লিলু মিয়া, আখলাক উদ্দিন আহমদ, দীপক রঞ্জন দাস, সুলতান আহমদ, নিজাম উদ্দিন, আনোয়ার হুসেন, মো. চান্দ আলী, ওয়াজিদ আলী, মুজিবুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন লুটপাটকারীদের এক মুর্তিমান আতঙ্ক। তিনি আমাদের বৃহত্তর সিলেটের কৃতিসন্তান। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। সর্বস্তরের দুর্ণীতিবাজদের প্রতিহত করতে তিনি মানুষের পক্ষে কথা বলে আসছেন। তাঁর সততার প্রতি ঈর্ষান্বিত হয়ে একশ্রেণির দুর্নীতিবাজ, লুটপাটকারীরা তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। সম্প্রতি তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। অবিলম্বে হুমকি দাতাসহ তার সহযোগীদের গ্রেপ্তার এবং তাঁর নিরাপত্তা জোরদার করার দাবি জানাই।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন