দোয়ারাবাজারে পুলিশের অভিযানে খেলনার পিস্তল উদ্ধার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ । গতকাল শনিবার (৮ জুন) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের বরকতনগর থেকে একটি পিস্তল উদ্ধার করে দোয়ারাবাজার থানা পুলিশ। পুলিশ সূত্রে জান যায়, পোপান গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার (তদন্ত) এস আই শামসুদ্দিন, এস আই স¤্ররাজ, এস আই অনুপম, এস আই এনামুল হক মিঠুর নেতৃত্বে উপজেলা সুরমা ইউনিয়নের বরকত নগর গ্রামের আপ্তাব উদ্দিনের ঘরের উত্তর দিকে পরিত্যক্ত একটি ঘরে এ অভিযান চালায় থানার একদল পুলিশ। এসময় খবর পেয়ে (ছাতক ও দোয়ারাবাজার থানা) সহকারী পুলিশ সুপার রণজয় মল্লিক ও দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় (ছাতক ও দোয়ারাবাজার থানা) সহকারী পুলিশ সুপার রণজয় মল্লিক বলেন থানা পুলিশ অভিযান চালিয়ে একটি খেলনার পিস্তলউদ্ধার করে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন