দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে লাকড়ির চুলা থেকে সৃষ্ট আগুনে সিলেট এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফ আহমদের ঘরসহ ৪টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েগেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। বুধবার বেলা ১টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের বুরহানপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুর রহমান, হোসাইন রহমানসহ ৪ টি পরিবারের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফার্নিচার, ফ্রিজ,২৫০ মন ধানসহ যাবতীয় মালামাল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্থ সোয়েব আহমদ বলেন, এক কাপড়ে বাড়ির লোকজন বেরিয়ে গেছেন। ৪ পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। এতে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১টার দিকে রান্না ঘর থেকে হঠাৎ ধোয়া বের হতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায়। এরপর দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয়রা আগুন নিভাতে এগিয়ে আসে। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মোছা ভুইয়া রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা পোষণ করে বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ১ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষ টাকার মত হবে বলে তিনি জানান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন