দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার কে এম নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ এনে ওই কর্মকর্তার অপসারণ দাবী করে মানববন্ধন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় দিরাই উপজেলা প্রশাসন ভবনের সামনে অনুষ্টিত মানববন্ধনে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন, রফিনগর ইউনিয়নের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার, চরনারচর ইউনিয়নের চেয়ারম্যান পরিতোষ রায়, করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, জগদল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু, কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন, সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, তাড়ল ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ। বক্তারা বলেন, কর্মসৃজন প্রকল্প থেকে ৩০ শতাংশ ও অন্যান্য প্রকল্প থেকে ২০ শতাংশ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে আগাম কমিশন দিতে হয়। চুক্তিপত্র, মাস্টার রোল, সাইনবোর্ড, প্রকল্প ভিজিটসহ প্রতিটি ধাপে ঘুষ দেয়া লাগে। কর্মসূচীর সীমগুলো শ্রমিকদের কাছে থাকার নিয়ম থাকলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেগুলো শ্রমিকদের না দিয়ে তার কাছে রেখে ইচ্ছেমত টাকা উত্তোলন করেন। বিভিন্ন শ্রমিকের টাকা আসেনি জানিয়ে সে টাকা আত্মসাৎ করেন। চেয়ারম্যান মেম্বারদের অন্ধকারে রেখে তিনি কাজ করেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গরীবের পেটে লাতি দিচ্ছেন। একটা শ্রমিক কাজ করবে কিন্তু টাকা পাবে না। খেটে খাওয়া মানুষের সংসারটা কিভাবে চলবে এ প্রশ্ন রেখে বক্তারা আরও বলেন, চেয়ারম্যান-মেম্বারদের অবগত না করেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিজে অনেক জায়গায় গিয়ে প্রকল্প নির্ধারণ করে থাকেন। তাহলে জনগণ ভোট দিয়ে চেয়ারম্যান-মেম্বার বানানোর কি দরকার। পিআইও নিজের পছন্দমতো লোক দিয়ে ভুয়া প্রজেক্ট তৈরী করে টুকটাক কাজ করিয়ে পুরো বিল উঠিয়ে নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামে-গঞ্জে কাজ দিয়ে যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই কাজের সুফল দিরাই উপজেলার মানুষ পাচ্ছে না শুধুমাত্র প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লাগামহীন ঘুষ-দুর্নীতির কারণে। আমরা তার অপসারণ দাবী করছি। এদিকে এসব অভিযোগের বিষয়ে পরবর্তীতে ব্যাখা দেয়া হবে বলে মন্তব্য করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার কে এম নজরুল ইসলাম।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন