দিরাইয়ে নদী থেকে জাম্বা দেবী (৮৫) নামের এক বৃদ্ধ মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২ টার দিকে দিরাই থানাধীন করিমপুর ইউনিয়নের মকসুদপুর গ্রামের পাশে সুরমা নদীতে ভাসমান অবস্থায় ওই মহিলার লাশ দেখতে পেয়ে দিরাই থানা পুলিশকে সংবাদ দেন স্থানীয়রা। দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতাল রিপোর্ট তৈরি করা অবস্থায় জানতে পারে ওই বৃদ্ধ মহিলা পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের মৌখলা গ্রামের অভিনাশ দেবনাথের স্ত্রী। জাম্বা দেবীর ছেলে অরুণ দেবনাথ জানিয়েছেন, গত শুক্রবার তার মা নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। খোজাখুজি করে সন্ধান না পেয়ে শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। দিরাই থানার ওসি (তদন্ত) রতন দেববাথ বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন