দিরাইয়ে চুরি-ডাকাতির ঘটনা আশংকাজনক বৃদ্ধি পেয়েছে। উপজেলার দিরাই-মদনপুর সড়কের শরীফপুর এবং সুজানগর এলাকায় গাছ ফেলে চারদিনের ব্যবধানে দুটি ডাকাতির ঘটনায় ওই সড়কে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া প্রায় প্রতি রাতেই এলাকার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। জানা গেছে, গত ৩ জুন ভোররাত সাড়ে ৪টার দিকে শরীফপুর গ্রামের দক্ষিণ পাশের রাস্তায় ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে গাছ ফেলে ভাড়ায় চালিত প্রাইভেট কার আটকায়। এরপর গাড়ি ভাঙচুর করে এবং এলোপাতাড়ি কুপিয়ে চান্দপুর গ্রামের শুটকি মাছের ব্যবসায়ী গৌতম বর্মন, যুগল বর্মন, নয়ন বর্মন ও চালক চঞ্চল দাসের কাছ থেকে টাকাসহ সবকিছু লুটে নেয়। এরপর গত ৮ জুন ভোর ৫টার দিকে একই সড়কের সুজানগর গ্রামের পাশে বাংলাদেশ ফিমেল একাডেমি ফটকের সামনে নিজের অটো রাইস মিল থেকে বাজারে আসার পথে ডাকাতের কবলে পড়েন ব্যবসায়ী চন্ডিপুর গ্রামের আল মাসুদ। অস্ত্রের মুখে তার পালসার মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয় ডাকাত দল। এছাড়া গত ৪ জুন দিরাই পৌরসভার মজলিশপুর এলাকায় প্রবাসী আলহাজ্ব মো. খালিকুজ্জামানের বাসায়, এর আগের দিন ৩ জুন পার্শ্ববর্তী এডভোকেট টি এম ফখরুলের বাসায়, ২৬ মে একই গ্রামের শিক্ষক সুয়েদ আমিনের বাসায়, ২২ মে মজলিশপুর গ্রামের সরকারি পুকুরপাড় এলাকায় ঊষা রানী চৌধুরীর বাসায়, ১৯ মে এবং ২৮ মে দুই দফায় ব্যবসায়ী আরামবাগ এলাকার জমির উদ্দিনের বাসায়, ২৫ মে একই এলাকার এম কে দেবনাথ বকুলের বাসায়, ২০ মে হারানপুর রোডের অপুর্ব স্টোরে চুরি সংঘটিত হয়। এসব ঘটনায় চোরের দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ নিয়ে যায় মূল্যবান মালামাল। সম্প্রতি দিরাই থানা পয়েন্টের জালাল সিটি সেন্টারের বিশ্ব টেলিকমে এবং কালীনগর গ্রামে ইলিয়াস অটো রাইস মিলের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এছাড়া প্রায়ই রাতে উপজেলার বিভিন্ন স্থানে ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনা ঘটছে। চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এসব ব্যাপারে দিরাই থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দিরাই মদনপুর সড়কের ঘটনা নিয়ে আমরা কাজ করছি। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। এছাড়া যেখানেই ঘটনা ঘটছে সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন