1. newsjibon@gmail.com : adminsp :
তাহিরপুরে বোরো ধানের বাম্পার ফলন,ধান কাটা শুরু - সুনামগঞ্জ প্রতিদিন
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

তাহিরপুরে বোরো ধানের বাম্পার ফলন,ধান কাটা শুরু

  • বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৮৮ বার পঠিত
Spread the love

 

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। ফলে ব্যস্ত সময় পার করছে কৃষক। তাই কৃষকের মুখে দেখা গেছে হাসির ঝিলিক।
আজ বুধবার সকালে উপজেলার শনির হাওরের কৃষক জসিম উদ্দিনের এক কিয়ার জমির ধান কেটে আনুষ্ঠানিক ভাবে ধান কাটা উৎসব উদ্বোধন করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি,উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান উদ দোলা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল হক মজুমদার,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া,আবুল কাশেম,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দোলা। তিনি জানান,বোরো ধানের রোপণ মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। আগামী ১৫ দিন আবহাওয়া অনুকূলে থাকলে কৃষক তাদের কষ্টের ফলনকৃত বোরো ধান পুরোপুরিভাবে গোলায় তুলতে পারবেন।
সরেজমিন উপজেলার বৃহত্তর শনি হাওড়, মাটিয়ান হাওড়,আঙ্গারউলি,লোবার,বলদার হাওড়সহ ছোট বড় ২৩টি হাওরে দেখা যায় বিস্তৃর্ণ সবুজ বোরো ফসলি সবুজ জমিগুলো সোনালী রং ধারণ করেছে। আগামী ১৫ দিনে উচ্চ ফলনশীলসহ পুরো হাওড়ের সবুজ ধানই সোনালী রঙ ধারণ করবে এমনটাই আশা করছেন হাওর পারের কৃষক।
উচ্চ ফলনশীল ধানের চেয়ে দেশি ধান একটু আগেই পাকতে শুরু করে। আর গত কয়েকদিন ধরে বিভিন্ন হাওড় পারে কৃষকরা আগাম জাতের দেশি ধান কাটতে শুরু করেছেন।
কৃষক সাকিল মিয়া জানান,আমার জমির পাকা ধান কেটে মাড়াই দিচ্ছি। এ বছর তিনি ৬ বিঘা করে দেশি জাতের ধান লাকাই চাষাবাদ করেছেন। ফলনও ভাল হয়েছে। দেশি জাতের ধান চাষাবাদে উৎপাদন কম হলেও উৎপাদন খরচ কম। এ ছাড়া ধানটা অনেকদিন আগেই পাকে।
শনির হাওড় পাড়ের গ্রামের কৃষক জসিম উদ্দিন জানান,এবার দেশি জাতের(লাখাই) ধানে বিঘাপ্রতি ১০থেকে ১২ মণ ফলন হয়েছে। পেকে যাওয়া ধান কাটছেন কৃষক।
তাহিরপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিমা আক্তার বলেন,উপজেলায় এবার বোরো ধানের ভাল ফলন হয়েছে। ধানগুলো পেকেছে কৃষকরা আনন্দের সাথে পাকা ধান কাটছেন।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন,চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এবছর ১৭হাজার ৪শত ২০হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। আজ বুধবার ৮৫ হেক্টর জমিতে ধান কাটা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহ থেকে পুরুদমে বোরো ধান কাটা শুরু হবে।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!