1. newsjibon@gmail.com : adminsp :
জামালগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন - সুনামগঞ্জ প্রতিদিন
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৮ অপরাহ্ন

জামালগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৮৩ বার পঠিত
Spread the love

বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে স্ত্রী সামিয়া বেগমকে হত্যার দায়ে জালাল উদ্দিনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সুনামগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম মোসাম্মৎ জাকিয়া পারভীন এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) খায়রুল কবির রুমেন প্রতিদিনকে রায়ের তথ্য নিশ্চিত করেছেন ।

এজাহারের সূত্রে জানা যায়, আসামি জালাল উদ্দিন ২০২০ সালের ৩১ আক্টোবর রাতে স্ত্রী সামিয়া বেগমকে ঘুমন্ত অবস্থায় ধারালো বটি দিয়ে কুপিয়ে আহত করে। পরে আশেপাশের লোকজন সামিয়া বেগমকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরে সামিয়া বেগমের নানা আব্দুল গফুর জামালগঞ্জ থানায়  হত্যা মামলা রুজু করেন।

তদন্ত শেষে আদালত আজ জালাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: আইটি ঘর

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!