জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের “সাচনা যুব ফাউন্ডেশন” নামে সামাজিক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৩জুন) রাতে সাচনাবার এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সকলে মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের মেয়াদে, আরিফ বাদশা কে সভাপতি, জুনায়েদ আহমদ কে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম সোহাগ কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। সংগঠনের উপদেষ্টা করা হয়েছে, এডভোকেট মাহফুজুল হক হিমেল, বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ, সাজিদ মিয়া, তোফাজ্জল হোসেন, কামরুল ইসলাম প্রমুখ কে। এছাড়া, রাজু আহমেদকে সহ-সভাপতি, মোঃ ওয়াহিদ মিয়া- সহসাধারণ সম্পাদক, শিহাব উদ্দিন আকাশ সহসাংগঠনিক সম্পাদক, জামিরুল ইসলাম পলেন- অর্থ সম্পাদক,তোফায়েল আহমদ-সহ অর্থ সম্পাদক, শওকত আলী- দপ্তর সম্পাদক, জাবের আল হাসান- প্রচার সম্পাদক, সামায়ুন মিয়া- সহপ্রচার সম্পাদক, মাজহারুল ইসলাম নিলয়- তথ্য- প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শরিফ মিয়া- ক্রীড়া সম্পাদক, এনামুল হক- সহক্রীড়া সম্পাদক, মোফাজ্জল হোসেন- শিক্ষা বিষয়ক সম্পাদক, কাকলী আক্তার- মহিলা বিষয়ক সম্পাদক, আব্দুল কাইয়ুম- ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে। সাজ্জাদুল ইসলাম অন্তর, নবী নূর, মোয়াজ্জেম হোসেন, মোজাম্মেল হক, জাকির হোসেন, মো. খোকন, মোজাম্মেল হক, জুবায়েদ ইসলামকে কার্যনির্বাহী সদস্য করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সামাজিক উন্নয়ন কর্মকান্ডে তারা উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন