বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় জামাত নেতা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে শহরের গণেশপুর খেয়াঘাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। নাশকতা মামলার আসামী হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অ্যাড. সুফি আলম সোহেল উপজেলার ইসলামপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং একই ইউনিয়নের মধ্য গনেশপুর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। ছাতক শহর থেকে বাড়ি ফেরার পথে তিনি থানা পুলিশের হাতে গ্রেফতার হন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। এদিকে, বিনা অপরাধে একজন জনপ্রতিনিধিকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন জেলা জামায়াতের আমীর মাও. তোফায়েল আহমদ খান ও সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ। তারা এক যুক্ত বিবৃতিতে সুফি আলম সুহেলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন