জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হোসাইনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার জোহরের নামাজের পর তার গ্রামের বাড়ি পাইলগাঁও ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে একই এলাকায় তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ঢাকায়। এলাকার দ্বিতীয় নামাজে জানাজায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সহ জিয়াউল হোসেনের পিতা সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-মাহবুব হোসেন মানিকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ৩ ভাই ও ২ বোনের মধ্যে জিয়াউল হোসাইন সবার বড় ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। এর আগে গত বুধবার তার শাশুড়িকে দাফন করতে গোপালগঞ্জ যান জিয়াউল হাসান। বৃহস্পতিবার বিকেলে সেখানে হৃদক্রিয়ায় আক্রান্ত হন তিনি। সেখান থেকে দ্রুত তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা চারটার দিকে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। সাবেক এই ছাত্রলীগ নেতার অকাল মৃত্যুতে শোক জানান জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন