ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিপুর গ্রামে অগ্নিকান্ডে মালামালসহ ১০টি বসতঘর ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মনিপুর গ্রামের আবুল হাসনাত, আবুল কালাম, আবুল বশর, আমির হোসেন, ফয়জুল করিম, আফিয়া বেগম, মহিম উদ্দিন, শফিক উদ্দিন, রফিক মিয়া ও আবুল হোসেনের বসতঘর মালামালসহ পুড়ে ছাঁই হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। ভোরে ছাতক থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তার আগেই ১০টি বসতঘর মালামালসহ পুড়ে যায়। ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, ১০টি পরিবারের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুরে সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্তনা প্রদান করেন এবং তাদেরকে ঘর নির্মাণ সহ খাদ্য সহায়তা প্রদানের আশ্বাস দেন। এর আগে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না। এ ঘটনায় সুনামগঞ্জ জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে সঠিক মতো বিদ্যুৎ পরিচালনা করা হচ্ছে কি না খতিয়ে দেখার অনুরোধ জানান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন