1. newsjibon@gmail.com : adminsp :
ছাগলে মরিচ গাছ খাওয়াকে কেন্দ্র করে যুবক খুন - সুনামগঞ্জ প্রতিদিন
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন

ছাগলে মরিচ গাছ খাওয়াকে কেন্দ্র করে যুবক খুন

  • সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৯২ বার পঠিত
Spread the love

বিশেষ প্রতিনিধি: ছাগলে মরিচ গাছ খাওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক যুবক খুন হয়েছে। নিহত যুবকের নাম নাইম মিয়া (১৭)। সে এ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামের বশির আলীর ছেলে। রবিবার সন্ধ্যা ৭টার দিকের নসী গ্রামে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় সন্ধেহভাজন ৬ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নিহত যুবক নাইম মিয়ার চাচাতো ভাই আছকন্দর আলীর ছেলে জাবেল আহমদের ছাগল প্রতিবেশী অজুদ মিয়ার মরিচ ক্ষেতে ঢুকে মরিচের গাছ খাওয়া শুরু করে। এসময় প্রতিবেশী অজুদ মিয়ার ছেলে ফুল মিয়া ছাগলের মালিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন নিহত যুবক নাইম মিয়া মরিচের ক্ষতিপূরণ দিবে বলে আশ্বস্ত করলেও প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ছাগলের মালিক পক্ষকে মারপিট করার জন্য ডাকাডাকি শুরু করে। পরবর্তীতে বাক-বিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নিহত যুবক নাইম মিয়ার ভাই ছালেক মিয়া বলেন, আমার চাচাতো ভাইয়ের ছাগলে মরিচের গাছ খাওয়া ও ক্ষেত নষ্ট করায় প্রতিপক্ষ অজুদ মিয়া, ফুল মিয়া, জাফরুল মিয়া, এমরানুল কয়েছ, রাফিকুল মিয়া ও সুফিকুল মিয়া আমাদেরকে মারপিট করার জন্য ডাকাডাকি শুরু করে। তখন আমরা প্রতিবাদ জানালে প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের লোকজনদেরকে মারপিট শুরু করে। একপর্যায়ে প্রতিপক্ষের সুলফির আঘাতে আমার ভাই নাইম মিয়া মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে পার্শ্ববর্তী কৈতক হাসপাতালে নিয়া গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে প্রতিপক্ষের ৬ জনকে আটক করেছে। নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে মামলা রুজুর প্রস্তুতি চলছে।
এদিকে, ময়না তদন্ত শেষে সোমবার ( ১জানুয়ারি) সকালে নিহত নাইমের লাশ স্বজনদের সমঝে দেওয়া হয়। বিকেলে জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!