1. newsjibon@gmail.com : adminsp :
এম এ মান্নানের মুক্তির দাবিতে শান্তিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ - সুনামগঞ্জ প্রতিদিন
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

এম এ মান্নানের মুক্তির দাবিতে শান্তিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০ বার পঠিত
Spread the love

শান্তিগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় এম এ মান্নানের নিজ গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান ডুংরিয়া স্কুল এন্ড কলেজ, নিকটস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট ও আব্দুল মজিদ কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভের এক পর্যায়ে ঘন্টাখানেক সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন পরিবহন যাত্রীরা। এসময় এম এ মান্নানের মুক্তি চেয়ে বক্তব্য রাখেন, ডুংরিয়া গ্রামের শিক্ষার্থী শাহিনুর মিয়া, হাম্মাদ আযাদ রাহিম, হাবিবুর, দীপ, জামিল সহ আরো অনেকে। বক্তব্যে তারা বলেন, ‘অবহেলিত সুনামগঞ্জে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচনে এম এ মান্নান নানামূখী উন্নয়ন করেছেন। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), আজিজুন নেছা ভোকেশনাল ইনস্টিটিউট সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। তিনি একজন সৎ, স্বজ্জন রাজনীতিবিদ। সুনামগঞ্জে একটি মিথ্যা মামলা দায়ের করে এরকম সৎ, আদর্শবান মানুষকে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদে ও এম এ মান্নানের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছি। এম এ মান্নানকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামীতে আরো বড় কর্মসূচি পালন করবে সাধারণ শিক্ষার্থীরা।’ উল্লেখ্য, গেল ৪ আগষ্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হন। এই ঘটনায় গুলিবিদ্ধ দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে ০২ সেপ্টেম্বর এম এ মান্নানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় এম এ মান্নানকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন (শুক্রবার) এম এ মান্নানকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন সুনামগঞ্জের জুডিশিয়াল মেজিস্ট্রেট ফারহান সাদিক।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!