1. newsjibon@gmail.com : adminsp :
উদ্ধার করা হলো ত্রান অফিসের পানিতে ডুবে থাকা রেসকিউ বোট টাংগুয়া-সুনামগঞ্জ ১ - সুনামগঞ্জ প্রতিদিন
বুধবার, ২৪ জুলাই ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

উদ্ধার করা হলো ত্রান অফিসের পানিতে ডুবে থাকা রেসকিউ বোট টাংগুয়া-সুনামগঞ্জ ১

তাহিরপুর প্রতিনিধি
  • মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২০ বার পঠিত
Spread the love

বৌলাই নদীর পানিতে দীর্ঘদিন ডুবে থাকা বন্যায় অসহায় মানুষের পাশে দাড়ানো অর্ধকোটি টাকার রেসকিউ বোট টাংগুয়া সুনামগঞ্জ ১ কে উদ্ধার করা হয়েছে। অযন্ত আর অবহেলায় গত দু বছর ধরে ফেলে রাখা সরকারী সম্পত্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহবান জানিয়ে এলাকার বিশিষ্টজনরা। গত সোমবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা লোকজন দিয়ে বোটে থাকা পানি সড়িয়ে থানার ঘাটে রাখা হয়েছে। এটিকে ব্যবহারের উপযোগী করে বর্ষায় হাওর পাড়ের বাসিন্দাদের জন্য বিভিন্ন কাজে লাগানো হবে বলে জানাগেছে। খোঁজ নিয়ে জানা গেছে, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০২২ সালে সুনামগঞ্জ জেলা সদরের একটি ও তাহিরপুর উপজেলার একটি হস্তান্তর করে। সে বছরই তাহিরপুরসহ পুরো সিলেট জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার সময় এই রেসকিউ বোটটি বিভিন্ন কাজে লাগে। সরকারি-বেসরকারি ত্রাণ নিয়ে যাওয়া হয় বন্যার্ত ও বানভাসী মানুষের পাশে। এর পর এই বোটটি অরক্ষিত হয়ে পরে। পরে অতি বৃষ্টিতে নদীতে ঢল এলে রেসকিউ বোটটি পানির নিচে পরে। ৫৪ ফুট দীর্ঘ ও ১২.৫০ ফুট রেসকিউ বোটটির দীর্ঘ হুডটি ছিঁড়ে গেছে। ইঞ্জিনসহ মূল বডি অনেকটা পানির নিচে থাকার কারণে বিভিন্ন স্থানে মরিচা পড়েছে। তাহিরপুর বাজার স্পীড ব্যাবসায়ী কুদর আলী বলেন, দীর্ঘ দিন পানিতে তলিয়ে ছিল আজ বিকেলে রেসকিউ বোটটি পানি থেকে উঠিয়ে তীরে বেধেঁ রাখা হয়েছে। এই বোটটিকে সঠিক ভাবে কাজে লাগালে সবার উপকার হবে বিশেষ করে এই বষার মৌসুমে। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী জানান, হাওড় এলাকা তাহিরপুরে বর্ষাকালে সুনামগঞ্জ ১ রেসকিউ বোটটি অনেক কাজে লাগবে। গত বন্যায় ও কাজে লেগেছে। বর্ষা চলে এসেছে হাওর পাড়ের মানুষের এটি কাজে লাগবে। উপজেলা আওয়ামিলীগীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর বলেন, সংশ্লিষ্ট কতৃপক্ষ সরকারী এই সম্পদটিকে গুরুত্ব সহকারে যথাযথ ভাবে কাজে লাগাতে পারলে এই হাওর এলাকার মানুষের উপকারে আসবে। সরকারী সম্পদ কোনো ভাবেই নষ্ট করা যাবে না। তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মহিবুর রহমান বলেন, রেসকিউ বোটটি পানি থেকে উঠানো হয়েছে এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!