বিশেষ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সুনামগঞ্জ-১ (তাহিরপুর- ধর্মপাশা- জামালগঞ্জ-মধ্যনগর) আসনের কেটলী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই আদেশের প্রেক্ষিতে ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক বাদী হয়ে শনিবার বিকেলে ধর্মপাশা থানায় মামলার এজাহার দায়ের করেছেন।
ইসির উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত নির্দেশনার চিঠি শুক্রবার ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হকের পাঠানো হয়।
মামলার নির্দেশনাসংক্রান্ত ওই চিঠিতে বলা হয়, সুনামগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনসহ নূরে আলম, আবুল কাশেম, আবুল হাসেম, মোজাহিদ ও তোফায়েল নামের কয়েকজন গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বসে থাকা কর্মীদের ওপর হামলা করেন। একপর্যায়ে তাঁরা তাঁদের মুঠোফোন ভাঙচুর করেন এবং নৌকা প্রতীকের ব্যানার-পোস্টার ছিঁড়েন। পরে নৌকার নির্বাচনী ক্যাম্পের চেয়ার-টেবিল ভাঙচুর ও নৌকার সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাঁদের প্রাণনাশের হুমকি দেন। এর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিরা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২–এর ৭৭ অনুচ্ছেদ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮–এর বিধি ৭(২)-এর বিধান লঙ্ঘন করেছেন বলে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেন।
নির্দেশনাসংক্রান্ত ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়।
এর আগে গত ২৮ ডিসেম্বর সুনামগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তীর কাছে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মুরাদ।
ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন,নির্বাচন কমিশনের নির্দেশে আমি ধর্মপাশা থানায় মামলার এজাহার দাখিল করেছি।
ধর্মপাশা থানার ওসি মো.শামসুদ্দোহা বলেন, মামলার এজহারের আবেদনটি পেয়েছি।বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন