1. newsjibon@gmail.com : adminsp :
শাল্লায় সরকারিভাবে ধান কাটা শুরু - সুনামগঞ্জ প্রতিদিন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

শাল্লায় সরকারিভাবে ধান কাটা শুরু

  • রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৫৫ বার পঠিত
Spread the love

শাল্লা প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিসের আয়োজনে সুনামগঞ্জের শাল্লায় সরকারিভাবে ধান কর্তন উৎস পালন করা হয়েছে। শনিবার ১১টায় ছায়ার হাওরে সুখলাইন গ্রামের কৃষক মহাদেব দাশের বোরো জমিতে আনুষ্ঠানিকভাবে হাওরে ধান কাটা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাশ,পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও) আব্দুল কাইয়ূম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) বিভূতোষ চৌধুরী,উপ-সহকারী কর্মকতা জবা রাণী দাশ,জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম রাশেদ,প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আবু রায়হান,৩নং বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু,কৃষক লীগের আহ্বায়ক রণজিৎ কুমার দাস,বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী,ইউপি সদস্য সহ স্থানীয় অনেক কৃষক। এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও উপজেলা কৃষি অফিসের সঙ্গে উপজেলার ৪টি ইউনিয়নে একযোগে ধান কর্তন উৎসব পালন করেন।


Spread the love
এই বিভাগের আরো খবর

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: জুনায়েদ চৌধুরী জীবন

© All rights reserved © সুনামগঞ্জ প্রতিদিন
Theme Customized BY LatestNews
error: Content is protected !!